ABOUT FENI CLUB DHAKA

সভাপতির বক্তব্য

ফেনী ক্লাব ঢাকার ভূবনে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি ভীষন আনন্দিত। সমস্ত ফেনীবাসীকে আমরা একটা পরিবার বলছি। এই পরিবারের বন্ধনটাকে আমরা আরও সুদৃঢ় করতে চাই। যার মাধ্যম হবে ফেনী ক্লাব ঢাকা লিমিটেড।

সদস্য এবং তাদের পরিবারের জন্য, তাদের অবসর এবং সামাজিক ও ব্যবসায়িক পারস্পরিক ক্রিয়ার জন্য ক্লাব হবে একটি জনপ্রিয় ও চমৎকার আবাসস্থল । সমাজের উন্নয়নে অবদান রাখা, জ্ঞান বৃদ্ধি, স্বাস্থ্য ও সুস্থতা বিকাশে এবং সহযোগী সদস্যদের মধ্যে সংহতি, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি আমাদের ক্লাবের অন্যতম লক্ষ্য। আমরা সমস্ত ফেনীবাসিকে কোন না কোনভাবে এই ক্লাবের সাথে সম্পৃক্ত করতে চাই। সেজন্যে চাই আপনাদের সহযোগীতা। একা একা একটা পরিবার হয় না। আবার একটা পরিবারে সবার সাপোর্ট না থাকলে আদর্শ পরিবার হয় না, তাই সমগ্র ফেনীবাসিকে এই ক্লাবে আমন্ত্রণ জানাচ্ছি। বিভিন্ন শ্রেনী পেশায় যারা সুসংহত অবস্থানে আছি আমরা সবাই যদি এক হয়ে কাঁধেকাঁধ মিলিয়ে চলি, তাহলে আমাদের সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীও এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহনের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। কিন্তু তার জন্য প্রাথমিক কাজ হল সদস্যপদ গ্রহন। তাহলেই কেবল লক্ষ্যে পৌঁছানেো সম্ভব। উদ্যোক্তা কমিটি আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করে ক্লাব প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়েছে। আমিও চাই আপনাদের সবার সহযোগীতা নিয়ে এই ক্লাবকে একটা সুসংহত জায়গায় পৌঁছে দিয়ে নির্বাচনের মাধ্যমে একটা যোগ্য ও দক্ষ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে যেতে।

সাধারন সম্পাদকের বক্তব্য
আপামর ফেনীবাসিকে একই সূত্রে গেঁথে সম্মিলিতভাবে এগিয়ে চলা এবং ফেনীর উন্নয়ন ও অগ্রগতি তে ভূমিকা রাখার একটা সুতীব্র বাসনা মনের মধ্যে সব সময়ই ছিল। সেই লক্ষ্য সামনে রেখে কিছু অদম্য স্বপ্নবাজ ব্যক্তি একত্রিত হয়ে কাজ শুরু করে দিলাম। ফেনী ক্লাব ঢাকা লিঃ এর অনুমোদনের জন্য প্রয়োজনীয় দলিল পত্রাদি জমা দিলাম সরকারি দপ্তরে। দীর্ঘ সময় ধরে এনএসআই যাচাই বাচাই করার পর ক্লাবের পক্ষে ছাড়পত্র প্রদান করেন। সবশেষে আল্লাহ্পাকের অশেষ রহমত হিসেবে আমরা সরকারের কর্তৃপক্ষ থেকে ক্লাবের নিবন্ধন পাই অক্টোবর ২০১৭ ইং সনে। গঠিত হয়ে গেল ফেনী ক্লাব ঢাকা লিমিটেড। ঢাকাস্থ ফেনীবাসির চাহিদার সাথে সঙ্গতি রেখে ক্লাবের কার্যক্রম নির্ধারণের প্রয়াশ চলছে প্রতিনিয়তই। ইনশাআল্লাহ্ পর্যায়ক্রমে সবারই ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ আসবে। ক্লাবের নিজস্ব যাকাত ফান্ড গঠন করা হয়েছে। উক্ত যাকাত ফান্ড গঠন করার উদ্দেশ্য হলো জন্মস্থান ফেনীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগীতা ও স্বাবলম্বী করা। এছাড়াও জীবন যাপনে সহায়ক কিছু সহযোগীতামূলক কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহন করা হবে। আমি ক্লাবের একজন উদ্যোক্তা ও নির্বাহী কমিটির সাধারন সম্পাদক হিসেবে সমস্ত ফেনীবাসিকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে এই ক্লাবের সাথে সম্পৃক্ত হই এবং সদস্য হওয়ার মাধ্যমে অথবা ক্লাবের গৃহীত বিভিন্ন সামাজিক কার্যক্রম সমূহে অংশগ্রহন করি। ইনশাআল্লাহ্ সবার ব্যক্তিগত মান-মর্যাদা বৃদ্ধি পাবে এবং জন্মস্থান ফেনীর সুনাম বৃদ্ধিতে সহায়ক হবে। সেই লক্ষ্যে ক্লাবের উদ্যোক্তামন্ডলী প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আমি আশাকরি ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর মাধ্যমে যে সামাজিক ও ভ্রাতৃত্ব বন্ধনের সেতু তৈরী হয়েছে এবং হচ্ছে , তাহা যুগের পর যুগ চলমান থাকবে এবং ভবিষ্যতে ঢাকাস্থ ফেনী বাসির মধ্যে ইতিহাসের অংশ হয়ে থাকবে।

baixaisoft.com