-
SLOT SERVER THAILAND
Link Gacor 2024
Link Gacor
Slot Garansi
Slot Dana Gacor
Daftar Link Gacor
Link Slot Gacor
Link Mudah Jp
Slot Dana 10K
Slot Bank BRI
Slot Garansi 100
Slot Garansi
Slot Garansi
Slot Gacor
link akun slot gacor
Link Slot Gacor
Daftar Akun Slot Gacor
Akun Slot Gacor
Link Mudah Gacor
Akun Slot Gacor
Akun Slot Gacor
Akun Slot Gacor
Akun Slot Gacor
Akun Slot Gacor Terbaru
Daftar Akun Slot Gacor Terbaru
Daftar Gacor Terbaru
Slot Gacor Terbaru
Daftar Akun Slot Terbaru
Feni Club Dhaka
আস্থা ও ঐতিহ্য নির্ভর, অবিরত শান্তিপূর্ণ ও আনন্দময় সহাবস্থান নিশ্চিত করার এক অভিজাত সামাজিক মঞ্চ।
নয় সদস্যের এক উদ্যোক্তা কমিটির ঐকান্তিক প্রচেষ্টায়, অনেক চড়াই উৎরাই পেরিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে আমরা “ফেনী ক্লাব ঢাকা লিঃ এর অনুমোদন পাই 30 শে অক্টোবর ২০১৭ ইং।
ফেনীর সূর্যসন্তানরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।
বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে ও ফেনীর মেধাবী জনগোষ্ঠী অনেক মর্যাদাপূর্ণ আসনে আসীন হয়ে দেশের এবং নিজ জেলা ফেনীর উন্নয়নে অবিরত কাজ করে চলেছেন। ব্যবসা-বানিজ্য, কর্পোরেট নির্বাহী নেতৃত্ব, আমলা, সাংবাদিকতা, পার্লামেন্ট, কোথায় নেই ফেনীবাসির অবস্থান।
ফেনীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের একই মঞ্চে এনে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে নিরাপদ ও আনন্দময় ব্যক্তিগত/ পারিবারিক সময় কাটানোর প্রয়াসে “ফেনী ক্লাব ঢাকা লিঃ” হবে এক আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের ক্লাব। আমাদের প্রবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা সদস্যগন প্রয়োজনে ক্লাবেই অবস্থান করার যাবতীয় সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। থাকবে মহিলা, শিশু ও পুরুষের জন্য আলাদা জোন।
ভবিষ্যতে পর্যায়ক্রমে সেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্ধারিত সেবাসমূহঃ
- রেস্টুরেন্ট
- (বেকারি এন্ড পেস্ট্রি শপ (ফল, জুস ও সালাদ বার ইত্যাদি)
- লাইব্রেরি
- কনফারেন্স রুম
- কনভেনশন সেন্টার
- সদস্যদের জন্য লাউঞ্জ
- সুইমিংপুল
- ওয়াই ফাই জোন
- কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
- সাইবার ক্যাফে
- জিমনেসিয়াম
- বিভিন্ন ধরনের খেলাধূল,
(যেমনঃস্নুকার, বিলিয়ার্ড, বাস্কেটবল, স্কোয়াশ, ক্রিকেট নেট প্র্যাকটিস, এবং অন্যান্য বিনোদনমূলক আয়োজন।) - কিডস কর্ণার
- লন্ড্রি
- বার্ষিক বনভোজন
- বার্ষিক পারিবারিক মিলন মেলা
- ক্লাবের ডাইরেক্টরি প্রকাশ
- আবাসিক রুম
- ক্লাবের রেস্ট হাউজ
- নিজস্ব স্থায়ী অফিস
- ক্লাবের নিজস্ব স্থায়ী বিল্ডিং
সামাজিক দায়বদ্ধতাঃ
- বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
- ফেনীর কৃতি সন্তানদের সংবর্ধনা
- ফেনীর উন্নয়নের জন্য রাজনীতিবিদ, সমাজসেবক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সভা/সেমিনার এবং
- ক্লাবের থাকবে বিভিন্ন ধরনের ফান্ড, যাকাত ফান্ড। এই সকল ফান্ড থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা ও কর্ম সংস্থান এর ব্যবস্থা করা ইত্যাদি।
কারা সদস্য হতে পারবেনঃ
ফেনীতে জন্ম অথবা স্থায়ী নিবাসী পৃথিবীর যে কোন প্রান্তে বসবাসকারী, যারা কোথাও কোন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত নয় তারাই ক্লাবের মেম্বার হওয়ার উপযোগী। অন্যান্য জেলার নিবাসী গন ও গেষ্ট মেম্বার হতে পারবেন। গেষ্ট মেম্বারগন ভোটার হতে পারবেন না।
আজীবন সদস্য ফিঃ
- Platinum Membership Fee: Tk. 5,00,000/-
- Gold Membership Fee: Tk. 3,00,000/-
- Silver Membership Fee: Tk. 2,00,000/-
- Blue Membership Fee: Tk. 1,00,000/- (বর্তমানে Blue Life Membership বন্ধ আছে।)
এছাড়া আরো বিভিন্ন প্রকারের মেম্বারশিপ গ্রহনের সুযোগ আছে। এখানে উল্লেখ্য যে, অতিথি মেম্বার হওয়ার ও সুযোগ আছে (শর্ত প্রযোজ্য)।
ক্লাবের বর্তমান অর্থনৈতিক অবস্থাঃ
এ যাবত আজীবন সদস্য ফী বাবদ প্রাপ্ত সমূদয় টাকা এফডিআর করা আছে এবং নির্দিষ্ট সময় পর পর জমাকৃত টাকা এফডিআর করা হয়। এফডিআর থেকে প্রাপ্ত আয় সমূহ ক্লাব ফান্ডে জমা হয়। ক্লাবের পক্ষ থেকে আয়োজনকৃত বিভিন্ন অনুষ্ঠানের খরচাদি ইসি মেম্বারগন ব্যক্তিগত ভাবে বহন করে থাকেন। ইতিমধ্যে আমার মনিহার বিল্ডাস থেকে ক্লাবের স্থায়ী অফিসের জন্য প্রায় 1600 বর্গফুট (কমার্শিয়াল) বকিং সম্পাদন করেছি এবং প্রতিমাসে ক্লাবের ফান্ড থেকে কিস্তি পরিশোধ করা হচ্ছে।
আহব্বানঃ
স্বচ্ছল ফেনীবাসী সবার প্রতি সদস্য হওয়ার বিনীত আহব্বান রইল।